ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কাঁচা রাস্তা, বন্ধ বাস! ভোগান্তিতে খুলনার শত শত যাত্রী

আশরাফুল ইসলাম সবুজ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, পাইকগাছা, খুলনা

প্রকাশিত: ০১:৫৬, ১৪ জুলাই ২০২৫

কাঁচা রাস্তা, বন্ধ বাস! ভোগান্তিতে খুলনার শত শত যাত্রী

ছবি: সংগৃহীত

খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের বেহাল অবস্থার কারণে পূর্ব ঘোষণা ছাড়া বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। গত ১২ জুলাই (শনিবার) গভীর রাতে কপিলমুনির ফকিরবাসা মোড় ও তালা থানার পাশে ভেঙে পড়া রাস্তায় একটি ট্রাক আটকে গেলে রবিবার ভোর থেকে সকল ধরণের বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এতে ১৩ জুলাই সকাল থেকে পাইকগাছা বাসস্ট্যান্ডে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।

খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির তথ্যমতে, খুলনা-পাইকগাছা রুটে প্রতি ১২ মিনিটে একটি করে বাস ছেড়ে যায়। দৈনিক প্রায় ১২০টি বাস এই রুটে চলাচল করে যার মধ্যে প্রায় ৭০টি ঢাকাগামী। তবে দীর্ঘদিন ধরে সড়কের করুণ অবস্থার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে পরিবহন চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

খুলনার এক যাত্রী মনিরুল হুদা বলেন, "আমার খুলনা কোর্টে জরুরি কাজ ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছি। পকেটে টাকা কম থাকায় মোটরসাইকেলে যেতে পারছি না।" খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, "জরুরি কাজ সেরে বাড়ি এসেছিলাম। এখন বাস না থাকায় ফেরার উপায় নেই। বাধ্য হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে, এতে খরচও বাড়ছে।"

কপিলমুনির স্থানীয় সাংবাদিক মিন্টু অধিকারী বলেন, "ফকিরবাসা মোড়, গোলাবাটী মোড়, মুচির পুকুর মোড়—এই তিনটি স্থানের রাস্তা সবচেয়ে খারাপ। রবিবার সকাল থেকে অনেক যাত্রী কাউন্টার থেকে ফিরে গেছেন। ভোগান্তি এখন চরমে।"

বাসচালক আবু বক্কর বলেন, "রাস্তাগুলোর এমন দশায় গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যাত্রীরাও বিপদে পড়ছেন।"

বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল বলেন, "আঠারো মাইল থেকে পাইকগাছা পর্যন্ত অন্তত ছয়টি স্থানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তালা থানা-ব্রিজ মোড়, কপিলমুনি ফকিরবাসা, গোলাবাটী ও মুচির পুকুর মোড়ের অবস্থা সবচেয়ে নাজুক। মালিক সমিতির পক্ষ থেকে কিছু জায়গায় ইট-বালু ফেলে সাময়িক মেরামতের চেষ্টা চলছে।"

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, "তালা থানার পাশে মাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে রাস্তার মাঝখানে আটকে আছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।"

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, "ভাঙা সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।"

শহীদ

×