ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ক্যান্সার প্রতিরোধকারী যে ঘরোয়া গাছের সন্ধান পেলো নাসা

প্রকাশিত: ০৮:৪১, ১৪ জুলাই ২০২৫

ক্যান্সার প্রতিরোধকারী যে ঘরোয়া গাছের সন্ধান পেলো নাসা

ছবি: সংগৃহীত।

ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হলে অনেক সময়ই এই মরণব্যাধি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে এবার ক্যান্সার প্রতিরোধে আশার আলো দেখাল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি তারা একটি ঘরোয়া গাছ সম্পর্কে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে, যা ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান শোষণ করে ঘরের পরিবেশ বিশুদ্ধ রাখতে পারে।

নাসার গবেষণা অনুযায়ী, এই গাছটি ঘরের বাতাস থেকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৭৩ শতাংশ পর্যন্ত বিষাক্ত কেমিক্যাল দূর করতে পারে। গবেষণার নাম—Interior Landscape Plants for Indoor Air Pollution Abatement। এতে দেখা গেছে, এই গাছটি ফরমালডিহাইড, বেঞ্জিন ও ট্রাইগ্লোরোইথিলিনের মতো ভয়ংকর রাসায়নিক পদার্থ দূর করতে সক্ষম। এসব কেমিক্যাল সাধারণত আসবাবপত্র, রঙ, প্লাস্টিক, কেমিক্যাল ক্লিনার এমনকি পোশাক তৈরির উপকরণেও ব্যবহৃত হয়, যা দীর্ঘমেয়াদে ক্যান্সার, শ্বাসকষ্ট এবং চর্মরোগের মতো জটিল রোগ সৃষ্টি করতে পারে।

এ গাছটির নাম “পথস” (Pothos)—যা আমাদের দেশে মানিপ্ল্যান্ট নামেও পরিচিত। ঘরোয়া পরিবেশে সহজে বেড়ে ওঠা এই গাছটি শুধু বিষাক্ত কেমিক্যালই শোষণ করে না, বরং ঘরের আদ্রতা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এটি কম আলোতে বেড়ে ওঠে এবং এর রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ, ফলে যে কেউ বাসা বা অফিসে রাখতে পারেন।

পরিবেশবিদরা বলছেন, একদিকে মানুষ যখন নির্বিচারে গাছ কাটছে, প্রকৃতিকে ধ্বংস করছে, তখন প্রকৃতি বারবার প্রমাণ করছে যে মানবজাতির টিকে থাকার সবচেয়ে বড় ভরসা প্রকৃতিই।

নুসরাত

×