ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৯:৪২, ১৪ জুলাই ২০২৫

কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত

‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।

আলোচনা সভায় ভোলা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক ড.অচিন্ত কুমাড় ঘোষ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী প্রমুখ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।
 

 

রাজু

×