ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

রাহুল ইসলাম রুবেল, গাইবান্ধা 

প্রকাশিত: ১৯:০৪, ১৪ জুলাই ২০২৫

জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)'র ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

জিয়া পরিষদের জেলা আহ্বায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু, সদস্য সচিব মুকুল মাসুদ প্রমূখ।

মিরাজ খান

×