ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফেনীর বন্যা পরিস্থিতি বাস্তবে অনেক ভয়াবহ, জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ চাই:মজিবুর রহমান মঞ্জু

প্রকাশিত: ১৯:৩৫, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৫, ১৪ জুলাই ২০২৫

ফেনীর বন্যা পরিস্থিতি বাস্তবে অনেক ভয়াবহ, জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ চাই:মজিবুর রহমান মঞ্জু

ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (১৪ জুলাই) বন্যা উপদ্রুত ফেনীর তিন উপজেলা ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম পরিদর্শনের সময় তিনি এমন তাগিদ দেন।
 

ঢাকা থেকে এসে প্রথমেই ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় যান এবি পার্টির চেয়ারম্যান। সেখানে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
 

মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় ফেনীর বন্যার বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে বারবার বাঁধ ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ফেনীর সন্তান মঞ্জু বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন।একইসাথে গবাদি পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
 

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা জনাব মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায়-সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।
 

পরে তিনি পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে বাঁধ ভেঙে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়া পরিবারগুলোকে আর্থিক অনুদান দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানান ।
 

এরপর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর মহামায়া ব্রিজ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও বাড়িঘর পরিদর্শন করেন। সেখানকার রাস্তাঘাটের দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে মঞ্জু বলেন, ফেনীর মত রেমিট্যান্স সমৃদ্ধ জেলায় এমন রাস্তা থাকতে পারে, এটি অবিশ্বাস্য। তিনি অবিলম্বে এসব সড়ক মেরামত ও পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি জানান।
 

গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা জনাব মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায়-সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।

পরিদর্শনকালে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব এস এম ইব্রাহিম সোহাগ প্রমুখ।

আফরোজা

×