
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অপটিক্যাল ইলিউশন ছবি ঘিরে চলছে ব্যাপক কৌতূহল। শান্তিপূর্ণ এক প্রাকৃতিক দৃশ্যের ছবিতে লুকিয়ে রয়েছে চারটি প্রাণী। তবে চ্যালেঞ্জ হলো—মাত্র ১৫ সেকেন্ডেই এই চারটি প্রাণী খুঁজে বের করতে হবে। অথচ অধিকাংশ দর্শক কেবল দুটি প্রাণীই খুঁজে পান।
ছবিতে দেখা যাচ্ছে, একটি পাহাড়চূড়ায় একটি ছোট বাড়ি, নিচে সোনালি বালুর সৈকত, একটি লাল জাহাজ, গাছ, ঝোপঝাড় এবং নীল আকাশে সাদা মেঘ। সব মিলিয়ে দৃশ্যটি নিরীহ মনে হলেও, এর ভেতরেই কৌশলে লুকানো রয়েছে চারটি প্রাণী।
চ্যালেঞ্জটি কী?
ছবিটির বাঁ দিকে খেয়াল করলে দেখা যাবে একটি হরিণের মাথা। তার পাশেই রয়েছে একটি নেকড়ে—যার কান ও মুখ স্পষ্ট বোঝা যায়। এরপর ডানদিকে পাহাড়ের গায়ে লুকিয়ে আছে একটি সারস বা কাকাতুয়া জাতীয় পাখির অবয়ব। সবশেষে, আকাশে মেঘের মাঝে রয়েছে একটি বাদুড়ের ছায়াচিত্র।
এই চারটি প্রাণী চিহ্নিত করতে পারলে আপনি পড়েন সেই বিরল ৫ শতাংশের তালিকায়, যাদের পর্যবেক্ষণ ক্ষমতা তীক্ষ্ণ এবং চোখ অতিশয় ধারালো।
কেন জনপ্রিয় এসব ব্রেইন-চ্যালেঞ্জ?
এ ধরনের অপটিক্যাল ইলিউশন শুধু বিনোদনের জন্য নয়, বরং মনোযোগ, একাগ্রতা ও মানসিক চাপ কমাতেও কার্যকর। প্রতিদিনের স্ক্রিনস্ক্রলিংয়ের ক্লান্তি থেকে মুক্তি দিতে এমন চ্যালেঞ্জ একধরনের ‘মস্তিষ্ক ব্যায়াম’ হিসেবেও কাজ করে।
আপনার চোখ ও মস্তিষ্কের তীক্ষ্ণতা যাচাই করতে চাইলে এমন অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ আরও পেতে চোখ রাখুন আমাদের পাতায়।
শিহাব