
বাতাসে তাহার ভেসে আসে নিঃশ্বাস
কথায় হয়ে ওঠে না হৃদয় ছোঁয়া
কণ্ঠে তাহার কত না ভালোবাসা!
তাও যেন কোথাও ঠেকে যায় বিশ্বাস।
আমি ছন্দ ভুলে যাই কবিতার
তার গানের কণ্ঠে মিলে না আবেগ
আমার সব কবিতা তার হলেও
তার সব গানে আমি নেই।
আমি এমনি এক হতভাগিনী
চোখ দিয়া দেখি
কিন্তু মনে মিলে না তা
হাত দিয়ে ছুঁই তবু
অনুভবে পাই না।
তাহার ছোঁয়ায় কোনো কমতি নেই
তবে মন ছোঁয়ায় বরাবরই কাঁচা।
নারীর শরীরের চেয়ে মনই বেশি কোমল
এ মন্ত্র সে জানে না।
তার কাছে কামনাই প্রেম
আর প্রেম মানে ভঙ্গুরতা।
ভালোবাসা বলতে কিছু নেই
সবটাই সেই প্রেমের বাসনা।
অবশেষে মেনে নিলাম সব
আবার ভাবি, আমি কেন অন্যভাবে ভালোবাসি?
আমার ভালোবাসায় কেন পাই না স্বার্থ কোনো
আমার ভালোবাসা কেন হয় শুধুই ভালোবাসা?
ছলনা নেই কেন তাতে!
আমার প্রেম জিততে চায় ভালোবাসায়
পেতে চায় আজীবন
একই হাত ধরতে চায় হাজারবার
মানিয়ে নেয় তাই বারংবার।
ভেঙে দেওয়ার স্বভাব নেই কেন তাতে!
এমন কেন হবে
কেন অসাম্য প্রেম তবে
ভেঙে দেয়ার বল বাড়ছে দিনে দিনে
ভাঙছে সকল সুখ দুঃখ
জয় করে জীবনপ্রণয়
এবার সাম্যে আসবে ভালো
অসাম্য প্রেম গুঁড়িয়ে দিয়ে
শোধরাতে হবে প্রেমদেনা ও।
লেখিকাঃ মোসাঃ তানজিলা
কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইডেন মহিলা কলেজ, ঢাকা।
রিফাত