ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আজ আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ

প্রকাশিত: ১০:১৫, ১১ জুলাই ২০২৫

আজ আধুনিক বাংলা সাহিত্যের পথিকৃৎ কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন

ছবি: সংগৃহীত

১৯৩৬ সালের ১১ জুলাইয়ের এইদিনে বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার শহরের মৌড়াইলের মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী আল মাহমুদ বাংলাভাষা ও সাহিত্যের এক ও অবিভাজ্য সত্ত্বা। আবহমান বাংলা ও বাঙালি ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ। 


তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করার মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি প্রবাসী সরকারের দায়িত্ব পালনের ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।

কবি আল মাহমুদের উল্লেখযোগ্য কবিতা "সোনালী কাবিন" এর মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন সহ অসংখ্য কালজয়ী কবিতার রচয়িতা। 

আলোচিত কবি আল মাহমুদ তিন দশক ধরে আধুনিক বাংলা কবিতার শহরমুখী প্রবণতার মধ্যেই ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নর-নারীর চিরন্তন প্রেম-বিরহকে পরম আন্তরিকতার সঙ্গে তুলে এনেছেন তার কবিতায়। বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গির সমন্বয়ে। বাংলা কবিতায় লোকজ ও গ্রামীণ শব্দের বুননশিল্পী কবি আল মাহমুদ নির্মাণ করেছেন এক মহিমান্বিত ঐশ্বর্যের মিনার।
সাহিত্যে অবদানের জন্য অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন আল মাহমুদ। এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার, কলকাতার ভানু সিংহ সম্মাননা উল্লেখযোগ্য।


শুধু কবিতা নয়, অনন্য সব গল্প-গদ্যের অসাধারণ রূপকার ছিলেন কবি আল মাহমুদ।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে আল মাহমুদ ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

লেখকঃ আবু সালেহ মোঃ হামিদুল্লাহ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কটিয়াদী, কিশোরগঞ্জ।

সাব্বির

×