
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেছেন, “মিটফোর্ড হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে হত্যা করতে পারে—তা ভাবতেই গা শিউরে ওঠে। এমন বর্বরতা যদি চলতেই থাকে, তাহলে আবারও ‘জুলাই’ নেমে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেমন বিতাড়িত করেছে, তেমনি এসব চাঁদাবাজদেরও বিতাড়িত করবে।”
শনিবার সকালে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ আরও বলেন, “সারা দেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় সন্ত্রাস, খুন আর হানাহানির খবর। দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক মানুষ খুন হয়েছে। একটি রাজনৈতিক দল ইতিহাস ভুলে আবারও ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়েছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
নুসরাত