
নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে শনিবার হোটেলেই নিজেদের প্রস্তুত করেছেন বাংলাদেশের মেয়েরা
দারুণভাবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছে মেয়েরা। উদ্বোধনী ম্যাচে নিজ আঙিনায় ৯-১ গোলের জয়ের পথে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফঈদা খন্দকারের দল। চার দলের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ আজ নেপাল। অপর দল ভুটান। সম্প্রতি এশিয়া কাপের মূল মঞ্চে জায়গা করে নিয়ে ইতিহাস গড়া জাতীয় দলের আট জনই আছেন এই দলে।
প্রতিপক্ষের তুলনায় আফঈদারা কতটা শক্তিশালী প্রথম ম্যাচেই সেটি তারা প্রমাণ করেছে। শক্তির বিচারে বাংলাদেশের ঠিক পরেই থাকবে নেপালের নাম। ফুটবলপ্রেমীদের পাশাপাশি তাই আজকের ম্যাচে বিশেষ নজর থাকবে ম্যানেজমেন্টের। খেলা শুরু সন্ধ্যা সাতটায়। তার আগে বিকেল তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটানÑ নিজেদের প্রথম ম্যাচে যারা নেপালের কাছে হেরেছে ৬-১ গোলে। তবে আলোচনায় বসুন্ধরা কিংস অ্যারেনার ভারি ও বিপজ্জনক মাঠ, দর্শকশূন্য গ্যালারি আর ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনা। নারী ফুটবলের এই জোয়ারের মাঝেও দর্শক টানতে না পারা বড় ব্যর্থতা। ঢাকা স্টেডিয়ামের পরিবর্তে টুর্নামেন্ট কেন বসুন্ধরায়, কেন গরম আর রোদের (প্রথম ম্যাচ) মাঝে খেলা? আছে সেই প্রশ্ন।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। অন্যদিকে ভুটানের বিপক্ষে একাই ৪ গোল করেছেন নেপাল ফরোয়ার্ড পুর্নিমা রাই। বড় জয়ে মিশন শুরুর পরও ভারি মাঠ আর বিরূপ কন্ডিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ বাংলাদেশ কোচ পিটার বাটলারও। বয়সভিত্তিক সাফের গতবারের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। তবে ভারত এবার টুর্নামন্টে অংশ নেয়নি। এবারের আসরেও নেই কোনো ফাইনাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল প্রতিটি দলের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। নারী ফুটবলের এই জোয়ারেও দর্শক নেই টিকিট কাউন্টারে, ম্যাচ শুরুর আধাঘণ্টা আগে খোলা হয় টিকিট কাউন্টার। দর্শকশূন্য গ্যালারির দায় বাফুফের নাকি সাফের? শ্রীলঙ্কাকে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। তবে দেশের হয়ে এমন গৌরবোজ্জ্বল পারফরম্যান্সের দিনেও গ্যালারিতে ছিল শূন্যতার হাহাকার। বয়সভিত্তিক সাফেও যে দর্শক হয় তার বড় উদাহরণ, বিগত বছরে কমলাপুর স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্ট।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারসহ অনূর্ধ্ব-২০ দলে খেলছেন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা ৮ নারী ফুটবলার। তবুও ম্যাচের দিন এমন দর্শকশূন্যতা ভাবিয়ে তুলছে ফুটবল সংশ্লিষ্টদের। দুপুর ৩টায় ম্যাচ শুরু হলেও টিকিট কাউন্টার খোলা হয় মাত্র আধাঘণ্টা আগে, দুপুর আড়াইটায়। শুক্রবার ছুটির দিনেও উদ্বোধনী ম্যাচে এমন অব্যবস্থাপনা ছাড়াও টুর্নামেন্ট আয়োজনেও দেখা গেছে অবহেলার ছাপ।
প্রচারে ঘাটতি ও দর্শকদের যাতায়াতের সমস্যা স্পষ্ট। টুর্নামেন্ট শুরুর আগের দিন এসে টিকিট সংক্রান্ত তথ্য জানিয়েছে ফেডারেশন। নারী ফুটবলে সাম্প্রতিক সাফল্যে মানুষের আগ্রহ বাড়লেও এই টুর্নামেন্ট নিয়ে ছিল না চোখে পড়ার মতো কোনো প্রচার। দর্শকদের অনেকেই মনে করেন, আয়োজনের ঘাটতিই গ্যালারির দর্শকসংখ্যায় প্রভাব ফেলেছে। এক দর্শক বলেন, ‘বসুন্ধরা কিংস অ্যারেনায় আসা খুবই কষ্টকর।
এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। বিশেষ কোনো বাসের ব্যবস্থা থাকলে অনেকেই আসতে পারতেন।’ সাফের মতো টুর্নামেন্টে প্রচার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ যেন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন, তিনি বলেন,‘এটি মার্কেটিং বিভাগের দায়িত্ব।’ অন্যদিকে বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন,‘প্রচার ও টিকিট কাউন্টার সংক্রান্ত কিছু দায়িত্ব সাফ কর্তৃপক্ষের, আমাদের নয়। তবে সন্ধ্যার দিকে যেসব খেলা হবে, ধীরে ধীরে দর্শক সংখ্যা বাড়বে বলে আমি বিশ্বাস করি।’