ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

উইম্বলডনে জোকোভিচের বিদায়, টানা তৃতীয় ফাইনালে আলকারাজ

প্রকাশিত: ০৭:০২, ১২ জুলাই ২০২৫

উইম্বলডনে জোকোভিচের বিদায়, টানা তৃতীয় ফাইনালে আলকারাজ

ছবি: সংগৃহীত

উইম্বলডনে আবারও চমক দেখিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। আজ (শুক্রবার) প্রথম সেমিফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে ২ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে পরাজিত করেছেন।

অন্যদিকে, এবারের উইম্বলডন সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বিশ্বসেরা খেলোয়াড় নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই তারকা ইয়ানিক সিনারের কাছে সরাসরি সেটে (৬–৩, ৬–৩, ৬–৪) হেরে গেছেন। এর ফলে উইম্বলডন ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইয়ানিক সিনার। আগামী রোববার (১৩ জুলাই) উইম্বলডনে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে সিনারের মুখোমুখি হবেন আলকারাজ। গত মাসে এই দুজনই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন, যেখানে আলকারাজ জয়ী হয়েছিলেন।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে আলকারাজ ও ফ্রিটজের মধ্যকার ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তীব্র গরমের কারণে কয়েকজন দর্শক অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

গত বছর ইউএস ওপেনে রানার আপ হওয়া ফ্রিটজ এই ফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান। তবে টানা দুবারের উইম্বলডনজয়ী আলকারাজ তৃতীয় সেটেই নিজের দাপট ফিরিয়ে আনেন। চতুর্থ সেটের নাটকীয় টাইব্রেকারে ফ্রিটজ ৪-১ থেকে ৬-৪ ব্যবধানে এগিয়ে গেলেও সেই বাধা কাটিয়ে ওঠেন আলকারাজ, এবং শেষ পর্যন্ত ম্যাচ নিজের করে নেন।

পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ তারকা গত এপ্রিল মাসে বার্সেলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর থেকে টানা ২৪ ম্যাচে অপরাজিত রয়েছেন, যা তার ক্যারিয়ারসেরা জয়ের ধারা। এই সময়ের মধ্যে তিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জেতার পাশাপাশি রোম ওপেন, মন্টে কার্লো ও কুইন্স ক্লাবের ট্রফিও জিতেছেন।

সাব্বির

×