ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত

প্রকাশিত: ০০:০২, ১১ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে।

ফাবিয়ান রুইজ প্রথমার্ধেই দুটি গোল করে ম্যাচের রং বদলে দেন। একটি গোল করেন উসমান ডেম্বেলে। শেষ মুহূর্তে চতুর্থ গোলটি করেন গনসালো রামোস, যেটি তিনি উৎসর্গ করেন সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত তার সাবেক জাতীয় সতীর্থ ডিয়াগো জোটাকে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি এখন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটের দ্বারপ্রান্তে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি, যারা আগের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেকে হারিয়ে উঠেছে।

দুর্দান্ত প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে চাপে ফেলে পিএসজি

খেলার শুরুতেই রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের ভুলের সুযোগে ছয় মিনিটে প্রথম গোলটি করেন রুইজ। তিন মিনিট পরই রুদিগারের ভুলে বল কেড়ে নিয়ে গোল করেন ডেম্বেলে। ২৪ মিনিটে হাকিমির পাস থেকে আবারও রুইজ গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

রিয়াল মাদ্রিদ কিছুটা ফিরে আসার চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয়। বরং শেষদিকে পিএসজিই করে আরেকটি গোল।

পিএসজির অবিশ্বাস্য ফর্ম

চ্যাম্পিয়নস লিগে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে পিএসজি। শেষ ছয়টি ম্যাচেই তারা গোল হজম না করেই জয় পেয়েছে। ডেম্বেলের এটি ছিল মৌসুমে তার ৩৫তম গোল— আগের রেকর্ড ছিল ১৪টি। বলন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এখন শীর্ষে।

মডরিচের রিয়াল অধ্যায়ের অবসান

এই ম্যাচেই লুকা মডরিচ শেষবারের মতো রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট কিংবদন্তি ৫৯৭ ম্যাচে ২৮টি ট্রফি জিতেছেন ক্লাবের হয়ে— যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং ২০১৮ সালের বলন ডি’অর।

মডরিচের পরবর্তী গন্তব্য হচ্ছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান।

ফাইনালের দিনক্ষণ

পিএসজি বনাম চেলসি ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার (১৩ জুলাই, ২০২৫) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

Jahan

×