ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শুধু একটা অ্যাপই খেয়ে নিচ্ছে আপনার ফোনের ব্যাটারি—দেখে নিন এখনই

প্রকাশিত: ১৮:৪২, ১২ জুলাই ২০২৫

শুধু একটা অ্যাপই খেয়ে নিচ্ছে আপনার ফোনের ব্যাটারি—দেখে নিন এখনই

ছবিঃ সংগৃহীত

অজান্তেই ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বারবার চার্জে দিতে হচ্ছে ফোন? সাবধান! আপনার ফোনের ব্যাটারি শেষ করে দিচ্ছে এমন একটি অ্যাপ সবসময়ই সক্রিয় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও ম্যাসেজিং অ্যাপ—যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাট—ফোনের ব্যাটারি দ্রুত শেষ করার জন্য দায়ী হতে পারে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ফেসবুক অ্যাপ

কেন ফেসবুক অ্যাপ বেশি চার্জ খায়?

  • ব্যাকগ্রাউন্ডে সবসময় সক্রিয় থাকে

  • লোকেশন ও ক্যামেরা অ্যাকসেস চালু থাকে

  • নিয়মিত নোটিফিকেশন পাঠাতে ব্যাটারি ব্যবহার করে

  • ভিডিও অটোপ্লে ও স্ক্রলিংয়ে প্রসেসর বেশি কাজ করে

করণীয় কী?

  • ফেসবুক অ্যাপের বদলে ব্রাউজার ভার্সন ব্যবহার করুন

  • ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি বন্ধ করুন

  • অ্যাপ পারমিশন রিভিউ করুন

  • ‘ব্যাটারি সেভার’ মোড চালু রাখুন

বিশেষজ্ঞদের মতে, শুধু এই একটি পরিবর্তন—ফেসবুক অ্যাপ আনইনস্টল—ফোনের ব্যাটারি লাইফ ২০-২৫% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

তাই দেরি না করে এখনই দেখে নিন কোন অ্যাপ আপনার ব্যাটারি খেয়ে নিচ্ছে। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকা “Battery Usage” রিপোর্ট অপশনে গেলেই সব জানতে পারবেন। ফোন বাঁচাতে সচেতন থাকুন।

ইমরান

×