ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জ্বর হলে শরীরের জামাই আগে জানাবে! স্মার্ট পোশাকের যুগ শুরু

প্রকাশিত: ১৯:২৭, ১২ জুলাই ২০২৫

জ্বর হলে শরীরের জামাই আগে জানাবে! স্মার্ট পোশাকের যুগ শুরু

ছবিঃ সংগৃহীত

জ্বর, শরীরের তাপমাত্রা বৃদ্ধি কিংবা ইনফেকশন—সবকিছুর সংকেত আগে দেবে আপনার গায়ে থাকা জামা! অবিশ্বাস্য হলেও সত্যি, আধুনিক প্রযুক্তির এই যুগে তৈরি হয়েছে এমন স্মার্ট পোশাক, যা শরীরের ভেতরের পরিবর্তন বুঝে তাৎক্ষণিকভাবে ফোনে বার্তা পাঠাতে পারে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) এবং চীনের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ‘স্মার্ট টেক্সটাইল’, যা কাপড়ের মতোই নরম, কিন্তু এর ভেতরে রয়েছে মাইক্রো সেন্সর ও ব্লুটুথ সিস্টেম।

কীভাবে কাজ করে?

স্মার্ট এই জামার মধ্যে সংযুক্ত সেন্সরগুলো শরীরের

  • তাপমাত্রা

  • হার্টবিট

  • ঘামের রাসায়নিক উপাদান

  • অক্সিজেন মাত্রা
    পর্যবেক্ষণ করে। কোনো সমস্যা ধরা পড়লে সেটা মোবাইলে অ্যাপের মাধ্যমে জানিয়ে দেয়। ফলে আগেভাগেই রোগের সংকেত ধরে চিকিৎসা নেওয়া সহজ হয়।

কে ব্যবহার করতে পারবে?

এই স্মার্ট পোশাক মূলত ব্যবহার উপযোগী হবে—

  • শিশু

  • বয়স্ক রোগী

  • খেলোয়াড়

  • দীর্ঘমেয়াদি রোগী যেমন: ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি

চিকিৎসা পদ্ধতিতে বিপ্লব

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই রোগ পর্যবেক্ষণ সম্ভব হবে। এমনকি দুর্গম এলাকায় রোগ নির্ণয়ের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাজারে কবে আসছে?

স্মার্ট পোশাক বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে আগামী বছরের মধ্যেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

সূত্রঃ https://talker.news/2025/03/03/mit-scientists-make-smart-clothes-that-warn-when-youre-getting-sick/

ইমরান

×