
সৌন্দর্য ডেকেছে যদি..., চলে আসি কাছে
হাতে হাত। দীর্ঘ রাস্তা চলি
বাঘের ক্রোধের নিচে পরিচ্ছন্ন ঘুম
অনাদৃত- তবু কথা বলি
ঈর্ষা ঘৃণা কাতরতা বিবেকের ধস
অস্তগামী মানবিক জয়
জ্বালিয়ে রেখেছি আলো, হে পতঙ্গ এসো
স্বপ্নজন্ম- যদি কিছু হয়
মানুষ ছুটেছে ক্রোধে মানুষের পিছু
প্রীতি নেই- পাথরের কাঁড়ি
চোখের জলের দাগ চক্ষুঝরা জলে
এখনো তা ধুয়ে দিতে পারি।
প্যানেল/মো.