
ছবি: সংগৃহীত
দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড তাদের ক্লেইমস বিভাগে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার (মিড-লেভেল) পদে জনবল নিয়োগ দেবে।
যারা অটোমোবাইল ক্লেইম ব্যবস্থাপনায় দক্ষ, তাদের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের অসাধারণ সুযোগ।
পদের নাম:
সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার - ক্লেইমস (Claims)
পদ সংখ্যা:
১ জন
বয়সসীমা:
২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল:
ঢাকা
শিক্ষাগত যোগ্যতা:
-
স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট বা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
-
নন-লাইফ ইন্স্যুরেন্স খাতে অটোমোবাইল ক্লেইম ব্যবস্থাপনায় কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
প্রয়োজনীয় দক্ষতা:
-
অটোমোবাইল, মেরামত পদ্ধতি ও ক্ষয়ক্ষতি নিরূপণে ভালো জ্ঞান।
-
শক্তিশালী বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
-
কার্যকর যোগাযোগ দক্ষতা, পারদর্শী দরকষাকষি এবং আন্তঃব্যক্তিক দক্ষতা।
-
ইআরপি (ERP) সিস্টেমে ভালো দক্ষতা।
-
ইন্স্যুরেন্স আইন ও নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা।
-
সততা ও ন্যায্যতা বজায় রেখে কাজ করার মানসিকতা।
মূল দায়িত্বসমূহ:
-
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ।
-
অনুমোদিত গ্যারেজের সঙ্গে সমন্বয় করে মেরামতের খরচ নির্ধারণ।
-
ক্লেইম কমিটির সভার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করা।
-
গ্রাহকদের পেশাদার ও সহানুভূতিশীল সেবা প্রদান।
-
প্রতারণামূলক ক্লেইম শনাক্ত ও প্রতিরোধ করা।
-
অটোমোবাইল খাতের হালনাগাদ তথ্য সম্পর্কে সচেতন থাকা।
বেতন ও সুযোগ সুবিধা:
-
আকর্ষণীয় বেতন ও ভাতা (অভিজ্ঞতা অনুযায়ী)।
-
প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, ইনসেন্টিভ বোনাস, গ্রুপ ও হাসপাতাল চিকিৎসা সুবিধা।
আবেদনের শেষ তারিখ:
১৯ জুলাই ২০২৫
আবেদন পদ্ধতি:
সিভি এবং কাভার লেটার পাঠাতে হবে এই ঠিকানায়:
ই-মেইল: [email protected]
(ই-মেইল, কুরিয়ার বা সরাসরি অফিসে গিয়েও আবেদন করা যাবে। ভিডিও সিভি জমা দেওয়া হলে অগ্রাধিকার পেতে পারেন।)
আবির