
ছবি: সংগৃহীত
বিশ্ববিখ্যাত আইটি প্রতিষ্ঠান আইট্রানজিশন সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড দেশের তরুণ প্রোগ্রামারদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি এখন "ইন্টার্ন (ডেভেলপার)" পদে বিনামূল্যের অনলাইন প্রশিক্ষণ এবং বাস্তব প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে, যার মেয়াদ দুই মাস। এই ইন্টার্নশিপের সফল সমাপ্তির পর পূর্ণকালীন চাকরির সুযোগও রয়েছে।
এই ইন্টার্নশিপ প্রোগ্রাম মূলত Front-end ও .Net ডেভেলপমেন্ট – এই দুটি শাখায় পরিচালিত হবে। অংশগ্রহণকারীদেরকে প্রাথমিকভাবে একটি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যোগ্যতা যা লাগবে:
-
বয়স কমপক্ষে ১৮ বছর
-
.Net অথবা JavaScript-এ প্রাথমিক জ্ঞান
-
ওয়েব ডেভেলপমেন্ট ও ভার্সন কন্ট্রোল সিস্টেম (Git/Subversion)-এর মৌলিক ধারণা
-
ইংরেজি ভাষায় Upper-Intermediate বা তার বেশি দক্ষতা
-
শেখার আগ্রহ ও দলের সঙ্গে কাজ করার মানসিকতা
ইন্টার্ন হিসেবে যা করবেন:
-
লেকচার ও সেমিনারে অংশগ্রহণ
-
সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে সরাসরি কাজ
-
শিক্ষাসামগ্রী নিজের উদ্যোগে অধ্যয়ন
-
দলের সঙ্গে মিলে বাস্তব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
সুবিধাসমূহ:
-
বিশ্বমানের প্রকল্পে কাজের অভিজ্ঞতা
-
PayPal, Xerox, Philips, adidas, Toyota-র মতো ক্লায়েন্টদের জন্য কাজ করার সুযোগ
-
সফল ইন্টার্নদের জন্য পূর্ণকালীন চাকরির সম্ভাবনা
-
প্রতিযোগিতামূলক সম্মানী
-
সময় অনুযায়ী ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার
-
১০০% রিমোট ওয়ার্ক (Work from Home)
-
অভ্যন্তরীণ কনফারেন্স ও ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে ২২ জুলাই ২০২৫-এর মধ্যে সিভিসহ আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের বিস্তারিত তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ঠিকানা: ২১৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৪৩ টপখানা রোড (প্রথম তলা), রমনা, ঢাকা-১০০০
ওয়েবসাইট: www.itransition.com/careers
বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1382578&fcatId=8&ln=1
আবির