
ছবিঃ সংগৃহীত
আজকের পৃথিবীতে যেখানে দেশগুলো প্রতিযোগিতা করছে ধনী বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের টানতে, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু’টি আকর্ষণীয় রেসিডেন্সি প্রোগ্রাম — সংযুক্ত আরব আমিরাতের (UAE) গোল্ডেন ভিসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রস্তাবিত গোল্ড কার্ড, যা ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের শুরুর দিকে ঘোষণা করেন।
এই দুটি প্রোগ্রামের লক্ষ্য এক—মানুষকে একটি নিরাপদ জীবন, ব্যবসার সুযোগ ও পরিবারসহ নতুন দেশে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া। তবে খরচ, সুযোগ-সুবিধা আর ভবিষ্যৎ নিরাপত্তার দিক থেকে এদের মধ্যে রয়েছে বড় কিছু পার্থক্য।
UAE গোল্ডেন ভিসা ২০১৯ সাল থেকে চালু হয়েছে এবং ইতিমধ্যেই কার্যকর। এটি শুধু ধনী বিনিয়োগকারীদের জন্য নয়, বরং ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, উদ্যোক্তা, এমনকি সৃজনশীল শিল্পীদেরও এই ভিসার আওতায় আনা হয়েছে। মাত্র প্রায় ৫.৪৫ লক্ষ ডলার সমমূল্যের বিনিয়োগেই পাওয়া যাচ্ছে এই দীর্ঘমেয়াদি ভিসা, যা ৫ বা ১০ বছরের জন্য দেওয়া হয়। বড় কথা হলো, এটি পুনর্নবীকরণযোগ্য এবং লোকাল স্পনসরের দরকার পড়ে না।
এই ভিসার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো কর-ব্যবস্থা। আমিরাতে নেই কোনো ব্যক্তিগত আয়কর, নেই পুঁজিগত লাভ কর বা উত্তরাধিকার করও। ফলে উপার্জনের প্রতিটি দিরহাম আপনার নিজের। উপরন্তু, এই ভিসা আপনার পুরো পরিবার—স্ত্রী বা স্বামী, সন্তান এমনকি গৃহকর্মীকেও অন্তর্ভুক্ত করে এবং বাসিন্দা থাকার জন্য কোনও নির্দিষ্ট সময় আমিরাতে থাকতে হবে না।
অন্যদিকে, US গোল্ড কার্ড এখনো বাস্তবায়িত হয়নি—এটি একটি রাজনৈতিক প্রস্তাব মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্প এটি চালুর কথা বললেও, এটি বাস্তবে চালু হতে হলে কংগ্রেসে পাস হতে হবে। এই কার্ড পেতে একজন আবেদনকারীকে সরাসরি ৫০ লাখ ডলার (প্রায় ৪২ কোটি টাকারও বেশি) যুক্তরাষ্ট্র সরকারকে দিতে হবে। বিনিময়ে মিলবে স্থায়ী বসবাসের অনুমতি, অর্থাৎ গ্রিন কার্ড। ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথও এখানে খুলে যাবে।
তবে আমেরিকার সঙ্গে থাকে বড় এক দায়—বিশ্বের যেখানেই আপনি আয় করুন না কেন, সবটাই যুক্তরাষ্ট্রে রিপোর্ট করতে হবে এবং ট্যাক্স দিতে হবে। অনেকের জন্য এটি বড় একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারে।
তুলনামূলকভাবে দেখলে, UAE গোল্ডেন ভিসা অনেক বেশি সাশ্রয়ী, দ্রুত প্রসেস হয়, পরিবার নিয়ে থাকা সহজ এবং করের দিক থেকেও খুবই সুবিধাজনক। তবে যাঁদের মূল লক্ষ্য নাগরিকত্ব ও মার্কিন পাসপোর্ট, তাঁদের জন্য US গোল্ড কার্ড আকর্ষণীয় হতে পারে—যদিও তা এখনো বাস্তবে রূপ নেয়নি।
শেষ কথা, আজ যদি আপনি একটি দ্রুত, নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সহজ পথ খুঁজছেন একটি উন্নত দেশে বসবাসের জন্য, তবে UAE গোল্ডেন ভিসাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পছন্দ। আর যদি আপনার স্বপ্ন হয় আমেরিকার নাগরিকত্ব, সেক্ষেত্রে হয়তো অপেক্ষা করতে হবে গোল্ড কার্ডের বাস্তবায়নের জন্য। এখন সিদ্ধান্ত আপনার—নগদে বাস্তব সুবিধা, না কি ভবিষ্যতের প্রতিশ্রুতি?
মারিয়া