
"স্বীকৃতি পাওয়াটা আনন্দের, স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে"—এমন মন্তব্য করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন।
পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়ায় অনুভূতি জানতে চাওয়া হলে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন বলেন, “আমি সহ আমার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার থানায় কর্মরত সকলের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সেবার স্বীকৃতিস্বরূপ। এটি আমাদের ভবিষ্যতের কাজের গতিকে ত্বরান্বিত করবে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি করবে।
আমি মনে করি, আমরা সকলেই সেই কাজের স্বীকৃতিই পেয়েছি। কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। পাশাপাশি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
সূত্রমতে, অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার সুবাদে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করা হয়েছে বোদা থানাকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির কাছ থেকে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমউদ্দিন সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স মিজানুর রহমান চৌধুরীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সানজানা