
দেশজুড়ে আলোচিত দুটি নৃশংস হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানাতে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি জানান, অভিযানে সফলতা পেয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যক্তিকে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে মরদেহ ১১ টুকরো করে গুম করার চেষ্টা করা হয়। সেই ঘটনার প্রধান অভিযুক্তকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব।
ডিজি একেএম শহিদুর রহমান জানান, এ দুটি ঘটনায় র্যাবের গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তিনি আরও জানান, বাহিনী বর্তমানে দেশজুড়ে চলমান বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে একাধিক সফলতা অর্জন করেছে।
তিনি বলেন, “গত ৫ আগস্টের পর র্যাব মব ভায়োলেন্স বা জনতার হাতে আইন নেওয়ার প্রবণতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
ব্রিফিংয়ে র্যাবের চলমান অভিযান, প্রযুক্তি ব্যবহার, ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। ডিজি বলেন, “আমরা অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক অভিযান এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি।”
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমের প্রতিনিধিরা।
Mily