ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ - দগ্ধ ৪

প্রকাশিত: ১২:৫৭, ১২ জুলাই ২০২৫

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ - দগ্ধ ৪

ঢাকার আশুলিয়ার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকার একটি দুইতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মিজানুর রহমান (৩০), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী ভাড়াটিয়া জয়নব বেগম (৩৫) ও জয়নবের ভাগিনা আশরাফুল ইসলাম (২৫)। তারা ৪ জনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন।

দগ্ধ সাবিনার ভাই সোহেল রানা জানান, বাসাটির নিচতলায় কয়েকটি পরিবার ভাড়া থাকে। প্রায় প্রতিটি পরিবারের সদস্যই স্থানীয় বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। বাড়িটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তারা। রান্নাঘরে তিনটি গ্যাস সিলিন্ডার রয়েছে। তার মধ্যে একটি সিলিন্ডারের রাইজার থেকে গ্যাস বের হচ্ছিল। সেটি দেখে ভোরে মিজানুর সেই রাইজার খুলে রেখেছিলেন এবং সব ভাড়াটিয়াদের বলে রেখেছিলেন, কেউ যেন আপাতত রান্না না করে। তবে সকাল ছয়টার দিকে পাশের বাসার ভাড়াটিয়া জয়নব সেই কথা না শুনে রান্নার প্রস্তুতি নেন। তখন দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরের আশপাশে থাকা চারজনের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, দগ্ধ জয়নব বেগমের স্বামী খাদেমুল ইসলাম দাবি করে বলেন, গ্যাস লিকেজের বিষয়টি তাদেরকে বা তার স্ত্রীকে কেউ জানায়নি। সকালে তার স্ত্রী রান্না করার জন্য আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে। এতে তার স্ত্রী ও তার ভাগিনা দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিজানুরের শরীরের ২০ শতাংশ ও সাবিনার ১৮ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এছাড়া বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এদের মধ্যে জয়নবের ৪৫ আর আশরাফুলের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সানজানা

×