ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি: সারজিস

প্রকাশিত: ২০:০০, ১২ জুলাই ২০২৫

রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি: সারজিস

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক বক্তব্যে বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তাই রাজপথ ছাড়ার সময় এখনো আসেনি।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এখনও থেমে যায়নি। বরং বড় ধরনের খুনাখুনির ঘটনা বাড়ছে, পাথর দিয়ে থেতলে হত্যার মতো নৃশংসতা আবার ফিরে এসেছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। এসবই আমাদের লড়াইকে আরও জরুরি করে তুলেছে।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারে জড়িত, তাদের প্রতিহত করতে হবে। আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করতে হবে। যদি আমরা ভয় পাই, তাহলে এখানেই আমাদের পরাজয়। কিন্তু যদি ২০২৪ সালের মতো আবার রুখে দাঁড়াতে পারি, তবেই আমরা গড়তে পারব কাঙ্ক্ষিত বাংলাদেশ।”

সারজিস আলম বলেন, এনসিপি’র লড়াই চলমান এবং এই আন্দোলন থামার নয় যতক্ষণ না ন্যায়ের বিজয় হয়।

তথ্যসূত্রঃ https://youtu.be/6YwICe7AB18?si=QvzZcj0joN_Z9iAe

মারিয়া

×