
ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার ফেসবুক পেজে একটি আবেগঘন ও বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। শনিবার (১২ জুলাই) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নাটক! তারপরও কিছু বলা দরকার। যারা এই কাজ করেছেন তারা ভালো করেই জানেন, বাংলাদেশের মানুষ এতটা বোকা নয়, আর আমি এতটা ভীতুও নই।”
তিনি লিখেছেন, “আমাকে হত্যার জন্য বড় রামদার দরকার নেই। একটি ছোট ছুরি দিয়ে পেটে বা বুকে আঘাত করলেই আমি শেষ হয়ে যাব। আমার শরীরের অবস্থা ভালো না।”
২০১৯ সালেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর নির্বাচন করবেন না। তিনি বলেন, “তাই দলবাজি করার কোনো কারণ নেই। আমি যা বলি মন থেকে বলি। কারো রাগ বা বিরাগ আমার চিন্তাকে প্রভাবিত করে না।”
রনি আরও লেখেন, “এই অবস্থায় কেউ যদি আমাকে মারতে চায়, তাহলে নির্দ্বিধায় আক্রমণ করতে পারেন। দৌড়ানো আমার স্বভাবে নেই। অসুস্থতার কারণে প্রতিরোধ করার শক্তিও আমার নেই। আর আমি এমন কেউ নই যে রাষ্ট্র আমার জন্য বিশেষ কিছু করবে।”
পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার দোয়া চাই।”
তার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এম.কে.