ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নাহিদ ইসলাম

একটি পক্ষ চাঁদাবাজি সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ০০:৩৩, ১৩ জুলাই ২০২৫

একটি পক্ষ চাঁদাবাজি সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু একটি পক্ষ আমাদের  বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, যারা পুরানো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রেখে দেশকে শোষণ করতে চায়। 
তিনি বলেন, তারা ভেবেছিল ২ থেকে ৩টি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে, কিন্তু জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই। গণঅভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পর তারা যদি মনে করে পুরাতন রাজনীতি করবে বিষয়টি এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো জেগে আছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার দেশজুড়ে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের  বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। 
শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময়  নাহিদ ইসলাম দেশ সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেন। একই সঙ্গে তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের  বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে তাদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। 
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই বিপ্লবীরা চেয়েছিল একটি জাতীয় সরকার গঠন করে নতুন রাষ্ট্র গঠন করতে। কিন্তু একটি দল চেয়েছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তাদের একটিই উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া।
বক্তরা সাতক্ষীরার মানুষের বঞ্চনার কথা উল্লেখ করে  বলেন, আপনারা ভুক্তভোগী। এই দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ৫৪ বছরে সাতক্ষীরায় রেললাইন আসে নাই। সাতক্ষীরার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ এখনো ন্যূনতম নাগরিক সুবিধা পায় না । একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষার ওপর গুরুত্বারোপ করে দলটির নেতৃবৃন্দ জানান, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলের দিকে তাকাতে হবে। জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরার মানুষ এবং এই উপকূল রক্ষার জন্য কাজ করবে।
জাতীয় নাগরিক পার্টির  সাতক্ষীরা জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও তাসনিম জারা। এছাড়া মঞ্চে ছিলেন   দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভার আগে শহীদ আসিফ চত্বর এলাকায় জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে একটি পদযাত্রা শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয়তলায় জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।   
বাগেরহাটে এনসিপির সভা ॥ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন ‘২৪ এর অভ্যুত্থানে যে আকাঙ্খা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি, তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমেনি। বরং খুনখারাপি শুরু হয়েছে। ‘পাথর দিয়ে থেঁতলে মারার মতো আইয়ামে জাহেলিয়া শুরু হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। আমাদের লড়াই অব্যাহত আছে এবং এ লড়াই চালিয়ে যেতে হবে। কেউ যদি কোনো প্রকার অপকর্মের সঙ্গে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে। তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। যদি আমরা ২৪ এর মতো রুখে দাঁড়ালে হবে কাঙ্খিত বাংলাদেশ।’ শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে বিশাল পথসভায় তিনি এ কথা বলেন। 
পথসভায় আরও বক্তব্য দেন, সদস্য সচিব শেখ আখতার হোসেন, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম- সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম-মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক তাজনুভা জাবিন, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়াদ মোরশেদ আনোয়ার, যুগ্ম-সমন্বকারী মো. শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট জান্নাতুল বাকিসহ কয়েক হাজার স্বতঃস্ফূর্ত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদস্য সচিব শেখ আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখনো ঘের দখল চলে। কোথাকার কোনো পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়। বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না, আমরা তাদের হুশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে। পুরানো বন্দোবস্তের সঙ্গে আমরা নেই। যারা পুরানো বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায়, তাদের আপনারা লাল কার্ড দেখাবেন।’

 

প্যানেল/মজি

×