
বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি রাজনীতিকে "একটি খুব ব্যয়বহুল শখ" হিসেবে বর্ণনা করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “রাজনীতি একটি দামি শখ। আপনি যদি একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তবে শুধুমাত্র রাজনীতি করে জীবন চালানো কঠিন। সংসদ সদস্য হিসেবে যে বেতন দেওয়া হয়, তা একজন সাধারণ জীবনের খরচ মেটাতে যথেষ্ট নয়।”
তিনি বলেন, “বাড়ির সহকারীদের বেতন পরিশোধ করার পর হাতে ৫০ থেকে ৬০ হাজার টাকা থাকে। সেই টাকা নিয়ে কেন্দ্রীয় এলাকাগুলোতে যাওয়ার খরচ চালানোও কঠিন, বিশেষ করে যেসব জায়গা প্রত্যন্ত অঞ্চলে।”
কঙ্গনার মতে, এ কারণে রাজনীতির পাশাপাশি অন্য কোনো পেশা থাকা জরুরি। “অনেক সংসদ সদস্য আইনজীবী কিংবা ব্যবসায়ী, সেটাই যৌক্তিক,” বলেন তিনি।
এর আগেও এক পডকাস্টে কঙ্গনা বলেছিলেন, “আমি এখনো বিষয়টা (রাজনীতি) বুঝে নিচ্ছি। আমি বলব না যে আমি এটা উপভোগ করছি। এটা একেবারে আলাদা ধরনের কাজ, অনেকটাই সামাজিক সেবার মতো। আর এটা কখনোই আমার পটভূমি ছিল না।”
সানজানা