ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির

দায় এড়ানোর কোন সুযোগ কারও নাই

প্রকাশিত: ০৯:৫৬, ১২ জুলাই ২০২৫

দায় এড়ানোর কোন সুযোগ কারও নাই

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজত কিংবা বাম-ডান—সকলকেই নিজ নিজ নেতা-কর্মীদের অপরাধের দায় নিতে হবে। দায় এড়ানোর কোন সুযোগ কারও নাই। এটাই সমাধান।”

উল্লেখ্য, বর্তমানে দেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা চলছে।

আবির

×