
ছবিঃ সংগৃহীত
আজ শনিবার (১২ জুলাই) সকালে মাগুরার শালিখার হরিশপুর গ্রামে স্বামীর শাবলের আঘাতে সোনালী খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত সোনালী খাতুন দুই সন্তানের জননী। ঘাতক স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুর লতিফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জেলার শালিখার হরিশপুর গ্রামে সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনালী খাতুনকে তার স্বামী মিজানুর রহমান শাবল দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্বামী মিজানুর রহমান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। নিহতের সন্তান ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। নিহত সোনালী খাতুনের বড় ভাই আবু দাউদ বাদী হয়ে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ভিকটিমের বড় ভাই আবু দাউদ বাদী হয়ে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইমরান