
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রচারণা অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচী জেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার হলো রাঙ্গামাটিতে হাটের দিন। তাই ওইদিন দুপুরে নেতাকর্মীদের নিয়ে শহরের বনরূপা বাজারে পথসভা করেছেন তিনি।পথ সভা শেষে বাজারে দূর-দূরান্তে থেকে আসা পাহাড়ি জন পদের সাধারণ মানুষের মঝে নেতা কর্মীদের নিয়ে দীপেন দেওয়ান এই ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেছেন।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও অ্যাড: সাইফুল ইসলাম পনির, উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলার সভাপতি মজিবুল হক, নানিয়ারচর বিএনপির সভাপতি মোঃ নুরু জ্জামান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম ,শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া ,জেলা ছাত্রদলের সম্পাদক আলী আকবর সুমন, মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম পারুল, সম্পাদক সালেহা আক্তার, , কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল আলম তানিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাহুল চাকমাসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বর্ণঢ্য এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।
কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাড: দীপেন দেওয়ান এই সময়ে বলেন-নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই, আমরা এখনো বিশ্বাস করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচন হলে আমরা একটা সুষ্ঠু সরকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে, সবক্ষেত্রে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। শেখ হাসিনার আমলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়েছে। তাই রাষ্ট্র মেরামতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ৩১দফা ঘোষণা করেছেন। এর ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৩১দফা বাস্তবায়নের মধ্যদিয়ে আমরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।
আঁখি