ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

প্রকাশিত: ১৮:১৭, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৮, ১২ জুলাই ২০২৫

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে  নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

জেলার পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ফারিয়া রহমান নীহা (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুর লাশ উদ্ধার করে। সে সদর উপজেলার চৌদ্দশত জালুয়াপাড়ার আব্দুর রহমানের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ। সেই বেড়িবাঁধ এলাকায় গত ১১ জুলাই বিকেলে একটি ডিঙি নৌকায় পরিবারসহ ঘুরতে যান সদরের জালুয়াপাড়ার আব্দুর রহমান। একপর্যায়ে আকস্মিকভাবে তাদের নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আব্দুর রহমান ও তার স্ত্রী নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও বড় মেয়ে কাশ্মীরা রহমান নীলাকে (১৭) মৃত অবস্থায় পান। এ সময় ছোট মেয়ে ফারিয়া রহমান নীহা (৯) নদে নিখোঁজ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওইদিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরদিন আজ শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয় এবং দুপুরের দিকে নিখোঁজ নীহার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নিহত ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও তার বড়বোন কাশ্মীরা রহমান নীলা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

এদিকে একইসাথে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থী, একই মায়ের দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির খবর পেয়ে দ্রুতই ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার দিন একজনের মরদেহ উদ্ধার হলেও আজ শনিবার দুপুরের দিকে নিখোঁজ অপর শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন গণমাধ্যমে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত বেড়িবাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে এভাবে ঘুরতে যেতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে নিরুৎসাহিত করা হয়েছে।

আফরোজা

×