
ছবি:সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে।
পুলিশ বলছে, ঘটনাটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ঘটেছে। নিহত ব্যক্তি ও অভিযুক্তরা একসময় একসাথে ব্যবসা করতেন। কিন্তু লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যার ফলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে ৯ জুলাই। এর পরদিন, ১০ জুলাই নিহত সোহাগের বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। মামলার নম্বর ৭/১০-৭-২০২৫।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা এখনো তাদের কোনো রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে স্পষ্ট তথ্য দেয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে।
তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্রঃ https://youtu.be/R1RsvNMbEU4?si=ZyDgC4QCsjG773r7
মারিয়া