ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শিশু ও অনাহারীদের কবরস্থান গাজা

প্রকাশিত: ২১:২৮, ১২ জুলাই ২০২৫

শিশু ও অনাহারীদের কবরস্থান গাজা

..

গাজা উপত্যকাকে শিশু ও অনাহারীদের কবরস্থান বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গাজা এখন শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ইসরাইল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমে আল শাকুশ এলাকায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ১০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তর রামাল্লায় ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীরা এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সঙ্গে হেবরনের কাছে সাইর শহরের একটি পাহাড়ে তাঁবু খাটিয়ে নতুন একটি অবৈধ বসতি গড়ে তোলার প্রস্তুতিও নিচ্ছে তারা। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৩ বছর বয়সী সাইফ আল দিন কামেল আবদুল করিম মুসলাতকে সিনজিল শহরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আল খালিলের (হেবরন) উত্তরের সাইর এলাকায় স্থানীয় বাসিন্দা ও ভূমির মালিক বাসসাম আল কাওয়াসমির বরাতে জানা যায়, অবৈধ বসতি স্থাপনকারীরা জাবাল আল হাদিব পাহাড়ে একটি তাঁবু স্থাপন করেছে। স্থানীয়দের মতে, এটি নতুন একটি বসতি চৌকি স্থাপনের সূচনা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যামূলক হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৫৭,৮২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, গাজার মানুষ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের সামনে বেছে নেওয়ার মতো মাত্র দুটি পথ রয়েছে। ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো। এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর বলছে, মে মাস থেকে গাজায় এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত ৮০০ জন। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। 

প্যানেল

×