ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরার জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম  

২-৩ টা আসন দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা সম্ভব নয়

মহাসিন কবির,কন্ট্রিবিউটিং রিপোর্টার,সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৫৮, ১২ জুলাই ২০২৫

২-৩ টা আসন দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কেনা সম্ভব নয়

ছবি: দৈনিক জনকণ্ঠ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার সাতক্ষীরায় জুলাই পদযাত্রার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে “গণজাগরণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা”র ডাক দিয়েছে। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র শহীদ আসিফ চত্বরে দুপুর ২টা থেকে শুরু হওয়া এ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “দেশে বর্তমানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির যে সংস্কৃতি চলছে, তা আর দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও সংবিধান সংস্কারই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি অভিযোগ করে বলেন,একটি রাজনৈতিক দল ক্ষমতার ভাগ ভাটোয়ারার লোভ দেখিয়ে তাদেরকে কিনতে চায়,কিন্তু যারা গণঅভ্যুত্থান এর শক্তি,মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কেনা সম্ভব নয়।তিনি আরো বলেন তারা জনতার দাবির বিরুদ্ধে অবস্থান করছেন

উক্ত জুলাই পথযাত্রায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, *আরিফুল ইসলাম আদীব*সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দলটি সাতক্ষীরা শহরের নিউমার্কেট থেকে হাটের মোড় পর্যন্ত একটি সুশৃঙ্খল পদযাত্রা করে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। পদযাত্রা চলাকালীন তারা গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

সমাবেশ শেষে এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়েরও উদ্বোধন করা হয়, যা শহরের হোটেল আল বারাকার দ্বিতীয় তলায় অবস্থিত।

ফারুক

×