ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের মহড়া

প্রকাশিত: ২১:৩০, ১২ জুলাই ২০২৫

মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের মহড়া

.

তাইওয়ান তাদের বার্ষিক হান কুয়াং সামরিক মহড়ায় অত্যাধুনিক মার্কিন হিমার্স রকেট সিস্টেম মোতায়েন করেছে। চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি দেখাতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। খবর ইয়াহু নিউজের।
তাইচুং শহরের উপকূলীয় এলাকায় শনিবার হিমার্স সিস্টেম বহনকারী দুটি সাঁজোয়া যান মহড়ায় অংশ নেয়। চলমান ১০ দিনের হান কুয়াং মহড়ার এটি ছিল চতুর্থ দিন। এটি এ যাবৎকালের সবচেয়ে বিস্তৃত ও সমন্বিত মহড়া বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তাইওয়ানের সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের নজরদারি, স্যাটেলাইট কিংবা গুপ্তচরদের চোখ এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন নির্দেশ না পাওয়া পর্যন্ত এগুলোর অস্তিত্বও প্রকাশ করা হবে না। মহড়ার পরবর্তী ধাপে যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং সশস্ত্র ইউনিটের সরাসরি ফায়ারিং অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং গত পাঁচ বছর ধরে দ্বীপটির চারপাশে নৌ ও বিমান বাহিনীর টহল এবং যুদ্ধ অনুশীলন জোরদার করেছে। তবে তাইওয়ান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট লাই ছিং-তের ভাষ্য, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে শুধু তাইওয়ানের জনগণ। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়াকে ‘দম্ভ দেখানো ছাড়া কিছু নয়’ বলে অভিহিত করেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ান সামরিক সহযোগিতার বিরোধিতা আমাদের অবস্থান। হিমার্স সিস্টেম এর আগে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং তাইওয়ানের এই অনুশীলন এখন আন্তর্জাতিকভাবে নজরদারির মধ্যে রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়াও ইতোমধ্যে এই সিস্টেম কিনেছে। তাইওয়ান ২০২৪ সালে প্রথম ১১টি হিমার্স পেয়েছিল। গত মে মাসে সেগুলোর প্রথম পরীক্ষা চালায়। প্রায় ৩০০ কিমি পাল্লার এই রকেট সিস্টেম চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিনিয়র সামরিক কর্মকর্তারা জানান, হান কুয়াং মহড়া পূর্বনির্ধারিত নয় এবং সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি অনুকরণে পরিচালিত হচ্ছে। 

প্যানেল

×