
ঢাকায় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস ভাবে হত্যা এবং দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার (১২ জুলাই) কুমিল্লা নগরীর টাউনহল থেকে শুরু করে মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে - গুঁড়িয়ে দিতে হবে। এসবের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ এরশাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নূর হুসাইন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ আকরাম হুসাইন, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মামুন বিন নুরুল ইসলাম প্রমুখ।
Jahan