
ছবি: সংগৃহীত
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেন, "দেশের মানুষ আজ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। মানুষ আর কোন স্বৈরাচারী শাসন দেখতে চায় না। সৎ ও ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "কর্মী গঠন, মানোন্নয়ন এবং জনগণের সেবার মাধ্যমে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, আর আগামীর বাংলাদেশ হবে ইসলামী আদর্শভিত্তিক।" ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে "দেশের মানুষের মুক্তির সমাবেশ" আখ্যা দিয়ে তিনি ৭ দফা দাবির পক্ষে দেশজুড়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা এবং জেলা শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আসিফ