ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘খুনের স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা টিএসসিতে

প্রকাশিত: ০০:৩০, ১৩ জুলাই ২০২৫

‘খুনের স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা টিএসসিতে

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে রাজনৈতিক সহিংসতার তথ্য সংরক্ষণে ‘খুনের স্কোরবোর্ড’ বসানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর মিটফোর্ডে এক ব্যবসায়ীকে যুবদল নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই ঘোষণা দেন।

ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা বিপ্লবী ছাত্রজনতার উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছি, আজকে থেকে টিএসসিতে একটা স্কোর বোর্ড করা হবে। ক্রিকেটে যেমন স্কোর লেখা থাকে তেমনি ৫ আগস্টের পর কোন রাজনৈতিক দল কতটি খুন করেছে সেটি স্কোরবোর্ডে লেখা থাকবে। বিপ্লবী ছাত্রজনতা দেখবে দিনে দিনে কত ঋণ বাড়ছে।’

বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বোধহয় ক্ষমতায় এসেছেন, ক্ষমতার একটা ভাব এসেছে আপনাদের গায়ে। গত ১৫ বছর আমরা আওয়ামী লীগ-ছাত্রলীগকে অনেক বার বলেছি নিজেদেরকে সংশোধন করুন, তারা সংশোধন করে নাই উল্টো আমাদেরকে মেরেছে আর হেসেছে। ফলে তারা আজ ভারতে পালিয়েছে। আপনারা হত্যা-ধর্ষনের দায় নেবেন না কিন্তু চাঁদার ভাগ নিবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের শত্রু না। বিএনপি ১০ মাসে শতাধিক হত্যা করেছে। বিয়ে না দেওয়ায় এক পিতাকেও হত্যা করেছে। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় তাহলে ক্ষমতায় আসলে আপনারা কি করবেন? মিডিয়াকে কি চেপে ধরা হয়েছে? ঘটনার কয়েকদিন পরে আমরা জানতে পারি। আওয়ামী লীগের সময়ও একই অবস্থা ছিল। আমাদেরকে মারতো কিন্তু মিডিয়ায় প্রকাশ পেতো না।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ‘জাহেলিয়াত কায়েম করে কোনো সরকার থাকতে পারেনি। ১৪শ বছর আগে আমরা জাহেলিয়াত দেখেছি, তারা টিকতে পারেনি, আওয়ামী জাহেলিয়াতও টিকতে পারেনি, এখন নব্য জাতীয়তাবাদী জাহেলিয়াতও টিকতে পারবে না। অনতিবিলম্বে এই হত্যার বিচার হতে হবে।’

নুসরাত

×