ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রকাশ্যে নৃশংস হত্যার বিচার দাবীতে নবাবগঞ্জে মশাল মিছিল ও দোহারে বিক্ষোভ

“আসুন, একসাথে আলো জ্বালাই অন্যায়ের অন্ধকারে”

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ২১:৩৭, ১২ জুলাই ২০২৫

“আসুন, একসাথে আলো জ্বালাই অন্যায়ের অন্ধকারে”

ছবি:সংগৃহীত

“আসুন, একসাথে আলো জ্বালাই অন্যায়ের অন্ধকারে” স্লোগানে ঢাকার নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মশাল মিছিল করেছে। মিটফোর্ডে চাঁদার জন্য প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যাকারীদের বিচার দাবীতে তারা এই কর্মসূচী পালন করেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৮টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মশাল মিছিল শুরু হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে। মিছিল শেষে কায়কোবাদ চত্তর হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

মশাল মিছিল শেষে ঢাকা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, এসব নির্মম হত্যাকান্ডের বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হয়ে মূল খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্রজনতা আবার রাজপথে নেমে এর জবাব দিবে।

উপস্থিত ছিলেন ঢাকা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা, মো. ইয়াহিয়া, মো. আব্দুল্লাহ, সদস্য সচিব ইসরাত জাহান রুমি প্রমুখ।

অপরদিকে, সারাদেশে হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার (১২ জুলাই) বিকেল ৫টায় ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দোহার উপজেলা সদর কালেমা চত্বরে এনসিপি দোহার শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এনসিপি অনতিবিলম্বে এসব হত্যার বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এনসিপির দোহার উপজেলা সমন্বয়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে কালেমা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ।

সভায় বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাষ্টার, রাফি করিম খান হত্যাসহ চকবাজারে ব্যবসায়ী সোহাগ হত্যাসহ সারাদেশে লাশের মিছিল চলছে। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও বর্বরতা বন্ধ করে দেশের মানুষকে শান্তি ফিরিয়ে দিতে হবে। জুলাই অভ্যুত্থান হয়েছে চাঁদাবাজি আর হত্যার জন্য নয়, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শে। তরুণ প্রজন্মের রক্ত আর আত্মদান বৃথা যাবে না। তাঁরা সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

এ সময় দোহার উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

মারিয়া

×