
এলে তুমি এক অপরাহ্নের আলোয়,
ভাষাহীন চাহনিতে বহন এক ব্যাখ্যাতীত সুর।
যেন ছিলে পূর্বজন্মে চেনা,
অথচ বাস্তবে কেবলই অচেনা দূর।
পাশে বসে নিঃশব্দ কথোপকথন,
দৃষ্টিতে ছিল অব্যক্ত কবিতা।
শব্দহীন ছবি হয়ে উঠলো অনন্ত,
প্রতিটি ক্লিকে বন্দি একেকটা ব্যথিতা।
চলছিল সন্ধ্যা, তবু সময় স্থির,
কিছু নীরবতায় গেঁথে ছিল অনুরাগ।
তোমার পাশে দাঁড়ানোর মুহূর্তেই,
হৃদয়ে জন্ম নিল এক অমর অনুরাগ।
শেষ বেলায় যখন গেলে তুমি চলে,
বুকের ভেতর শূন্যতা নামে ঝরে।
তুমি গেলে—থাকলে না কিছুরই দাবি,
তবু রেখে গেলে মন জুড়ে মায়ার ঘোর।
চোখে তখন রাত্রির মতো নীরবতা,
স্বরে বাজে শুধুই হারানোর সুর।
যার সাথে ছিল না কোনো শুরু,
তারই জন্য হৃদয়ে এতকালের গুরুতর দাহ।
কবি: শহিদুল ইসলাম, নওগাঁ
আঁখি