
ছবি: সংগৃহীত
আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি,
প্রতিটি নিঃশ্বাসে গড়ে তুলি তোমার প্রতিমা,
হৃদয়ের ঘরে লিখে রাখি
তোমার নাম—
যেন কোনো আঘাতেই না মুছে যায়।
তুমি জানো না হয়তো,
প্রতিদিন সকালটা শুরু হয় তোমার মুখ ভেবে,
রাত নামে—তোমার চুপচাপ থেকে যাওয়া নিয়ে।
আর আমি ভাবি, হয়তো কোনো একদিন বলবে,
“ভালোবাসি”—
কিন্তু তুমি বলো না কিছুই।
তুমি যে আকাশ সমান দূরত্ব বাড়াও,
যেখানে আমি পাখি নই, ডানা নেই,
তবুও ওড়ার ব্যর্থ চেষ্টা করি—
তোমার কাছে যাওয়ার জন্য।
তুমি শুধু নীলিমা হয়ে থাকো,
আমি মাটির মানুষ, পাহাড়সম প্রমাণ রেখে যাই।
আমি ডাকি—তুমি চুপ থাকো,
আমি কাঁদি—তুমি আড়ালে হাসো,
আমি ভালোবাসি—তুমি ব্যস্ত থাকো
বলো, কেন এমন করো?
কিন্তু জানো?
এই ভালোবাসা একতরফা হলেও
আমি ছাড়বো না তোমারে।
আমি এক পাহাড়—তুমি যতই দূরে যাও,
আমার শেকড় তোমার মাটিতে,
আমার কান্না জমে আছে তোমার আকাশে।
তুমি হয়তো বলবে—
“ভালোবাসা জোর করে হয় না,”
আমি মেনে নেবো…
তবুও আমার অনুভব থামবে না,
তোমার অবহেলায়ও গড়ে যাবে প্রেমের পাহাড়।
তুমি দূরত্ব বাড়াও,
তবুও আমি কাছেই থাকি,
তুমি নীরব থাকো,
তবুও আমি নাম ধরি, ডাক দিই,
কারণ আমার প্রেম কোনো চুক্তিনামা নয়,
এটা অনুভূতির চিরকালীন প্রতিমা।
একদিন হয়তো বুঝবে,
এই পাহাড়সম ভালোবাসা কেমন ছিল,
যে পাহাড় ভেঙে ফেলেনি কখনও—
অনন্তকালের জন্য ভালোবাসি তোমাকে আমার প্রজাপতি।
লেখক: মোঃ ফজলে রাব্বী, ভোলা
Mily