
ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত—বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাকের ওপর ৩৫% শুল্ক আরোপ—ভারতের জন্য বড় এক সুযোগ নিয়ে এসেছে। বিশেষ করে ভারতের টেক্সটাইল ও তৈরি পোশাক (RMG) শিল্পের জন্য এটি হতে পারে নতুন উত্থানের সূচনা।
বেশ কিছু বছর ধরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ছিল অন্যতম বড় অংশীদার। তুলনামূলক কম দামে পোশাক সরবরাহ করায় মার্কিন ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এখন নতুন এই শুল্কের ফলে বাংলাদেশি পোশাকের দাম বেড়ে যাবে, যা মার্কিন ক্রেতাদের জন্য আকর্ষণ কমিয়ে দেবে।
এই পরিস্থিতিতে ভারত বড় লাভবান হতে পারে। ভারতের পোশাক ও টেক্সটাইল পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম শুল্ক আরোপিত হয়। ফলে এখন ভারতীয় পোশাক মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের চেয়ে সস্তা হবে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি বড় সুযোগ এনে দেবে।
এই পরিবর্তনের ফলে যা যা ঘটতে পারে:
- ভারতীয় কোম্পানির অর্ডার বাড়বে: মার্কিন ক্রেতারা বাংলাদেশ ছেড়ে ভারতের দিকে ঝুঁকতে পারেন।
- যুক্তরাষ্ট্রে ভারতের বাজার অংশীদারিত্ব বাড়বে: ভারত নতুন করে মার্কিন বাজারে আধিপত্য বিস্তার করতে পারে।
- দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে: আমেরিকান ক্রেতারা ভারতের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী হতে পারেন।
- ভারতের সুতা ও কাপড় উৎপাদকদেরও লাভ হবে: বাংলাদেশ সাধারণত ভারত থেকে সুতা ও কাপড় কিনে পোশাক তৈরি করে। এখন অনেক ক্রেতা সরাসরি ভারত থেকেই প্রস্তুত পোশাক কেনায় আগ্রহী হতে পারেন।
সব মিলিয়ে, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের তৈরি পোশাক শিল্পের জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে—যেখানে সঠিক পরিকল্পনা ও সময়োচিত সিদ্ধান্ত নিলে ভারত বৈশ্বিক টেক্সটাইল বাজারে আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে।
মারিয়া