ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

“গণহত্যার বিরোধিতা করি” প্ল্যাকার্ড ধরায় গ্রেপ্তার ২৯, আবারও অভিযান

প্রকাশিত: ২০:৫৯, ১২ জুলাই ২০২৫

“গণহত্যার বিরোধিতা করি” প্ল্যাকার্ড ধরায় গ্রেপ্তার ২৯, আবারও অভিযান

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি নিষিদ্ধ ঘোষিত সংহতি আন্দোলনকে সমর্থন জানিয়ে আয়োজিত বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সপ্তাহে ব্রিটেন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই গ্রুপটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে গ্রুপটিকে প্রকাশ্যে সমর্থন জানানো এখন দেশটিতে শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড।

পরপর দ্বিতীয় শনিবার কেন্দ্রীয় লন্ডনে এই গ্রুপের পক্ষে বিক্ষোভে নামেন সমর্থকেরা। মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে জানায়, তারা “প্যালেস্টাইন অ্যাকশন”-এর পক্ষে আয়োজিত বিক্ষোভে সাড়া দিচ্ছে এবং “গ্রেপ্তার কার্যক্রম চলছে”।

এর আগে পুলিশ হুঁশিয়ারি দিয়েছিল যে, কেউ এই নিষিদ্ধ গ্রুপটির পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার একই জায়গায় অনুষ্ঠিত বিক্ষোভে “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি” — এমন লেখা সম্বলিত পোস্টার বহন করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Jahan

×