ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিএনপি যতো বার ক্ষমতায় এসেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিরাপদ ছিলেন: খন্দকার আবু আশফাক

বিপ্লব ঘোষ, দোহার, নবাবগঞ্জ

প্রকাশিত: ২৩:০৮, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৯, ১২ জুলাই ২০২৫

বিএনপি যতো বার ক্ষমতায় এসেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিরাপদ ছিলেন: খন্দকার আবু আশফাক

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, “বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিরাপদ ছিলেন। আমি নিশ্চিত করে বলতে চাই, বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। বরং আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই আপনাদের বেশি নির্যাতনের শিকার হতে হয়। উপাসনালয়গুলোর ওপরও অত্যাচার বেড়ে যায়।”

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজার মন্দির কমিটি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের ১০ দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশে বলেন, “সবসময়ের মতো এ উৎসবও উপভোগের জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি। আমি বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের এই অনুষ্ঠান আপনাদের মতো আমিও উপভোগ করছি।”

তিনি বলেন, “আমরা যে যার ধর্ম পালন করি না কেন, সৃষ্টিকর্তা কিন্তু এক। আপনারা ভগবান বলেন, আমরা আল্লাহ বলি, খ্রিস্টান সম্প্রদায় গড বলেন। আমরা সবাই একই সৃষ্টিকর্তার ইশারায় পৃথিবীতে এসেছি। সুতরাং দুনিয়ায় যতদিন আছি, মিলেমিশে একে অপরের অনুষ্ঠান উপভোগ করা উচিত।”

আবু আশফাক আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা কখনো অন্য ধর্মাবলম্বীদের ক্ষতি করে না। বরং সবসময় পাশে থেকে উৎসবে সহযোগিতা করে। আপনাদের কাজে কেউ বিঘ্ন ঘটাতে চাইলে আমাকে জানাবেন। আমি উপযুক্ত জবাব দেব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সমরেন্দ্র নাথ গোস্বামী। সঞ্চালনা করেন শাস্ত্রীয় পণ্ডিত সুধীর চক্রবর্তী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মিমিয়া

×