ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কবিতা

বৃষ্টি আর বিরহ বন্দনা

হাসান হাফিজ

প্রকাশিত: ১৮:২৫, ১০ জুলাই ২০২৫

বৃষ্টি আর বিরহ বন্দনা

বাহিরে বরষা ঝরে, ভিতরে অনিদ্র আমি
যার কথা মনেপড়ে, সে কোথায়? মেলে না হদিস।
মেঘমালা উড়ে যায়, এনে যদি দিতে পারতো খোঁজ তার,
মনের উতলা ভাব গোপনীয় কষ্ট জ্বালা উপশম পেতো।

ফোঁটা ফোঁটা দুঃখপাত, আসলে তা অশ্রুপাত
বিরহ তুষের অগ্নি, হয় না কোথাও কিন্তু চির লগ্নি
নিজে পোড়ে, আমাকে পোড়ায়, আড়ালে সে আধেক অধরা
আমি ছিন্ন লণ্ডভণ্ড আসলে জীয়ন্তমড়া, কী তাহলে করা?

আষাঢ়ে শ্রাবণে তুমি ছায়া হয়ে মায়া হয়ে জড়াও আমাকে
পাখি দূরে উড়ে যায়, ধুলোদগ্ধ স্মৃতিচিহ্ন পড়ে থাকে
আমৃত্যু কেঁদেও হয়তো কোনোদিনই সান্নিধ্য পাবো না
সুতরাং বৃষ্টি তুমি এরকম অনাদরে ঝরোনা, ঝরোনা!

প্যানেল/মো.

×