ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চব্বিশের জুলাই: পরিকল্পনার সূক্ষ্ম ছকে গড়ে উঠেছিল এক যুগান্তকারী বিপ্লব

প্রকাশিত: ১১:০৯, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১১:১০, ১২ জুলাই ২০২৫

চব্বিশের জুলাই: পরিকল্পনার সূক্ষ্ম ছকে গড়ে উঠেছিল এক যুগান্তকারী বিপ্লব

ছবি: সংগৃহীত

চব্বিশে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ইতিহাসের পাতায় এক অভূতপূর্ব রাজনৈতিক বিপ্লব হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনে যেভাবে একদল তরুণ ঝুঁকি নিয়ে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তা আজও অনুপ্রেরণা জোগায়।

এই আন্দোলনের প্রতিটি ধাপে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিচক্ষণ কৌশল। সমন্বয়ক হান্নান মাসউদ স্মৃতিচারণ করে বলেন, “আমরা প্রথমে একটি ইন্টারন্যাশনাল স্কুলে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু নিরাপত্তা ঝুঁকি থাকায় একাধিকবার স্থান পরিবর্তন করতে হয়। মোহাম্মদপুরে গিয়েও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। বারবার নিরাপদ আশ্রয়ের খোঁজে আমরা জায়গা বদলেছি।”

তিনি বলেন, “ওই দিন শেখ হাসিনা শোক দিবস পালনের ঘোষণা দিলে, আমরা ঠিক করি বিপরীতে জুলাইয়ের বিপ্লবের লাল রঙ ধারণ করব। তখন আমাদের মনে ছিল কেবল একটি ভাবনা—এই বিপ্লব হয় শেখ হাসিনার পতন ঘটাবে, নয়তো আমার মৃত্যু হবে।”

সমন্বয়ক রিফাত রশিদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন প্রাণ দিয়ে চেষ্টা করেছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের জায়গা নিয়েছে। আমাদের এক প্রেস কনফারেন্স সোহরাওয়ার্দী হাসপাতালে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা পরিবর্তন করতে হয়।”

তিনি জানান, “আমরা তখন অন্য একটি হাসপাতালে অবস্থান করছিলাম, যেখানে কোনো এক্সিট পয়েন্ট ছিল না। তখন হান্নান ভাই ও তার বড় ভাই গাফফার ভাই আমাদের সেখান থেকে নিরাপদে বের করে আনেন। পরে রেজাউর রহমান লেলিন ভাই আমাদের ডিওএইচএস-এর একটি বাসায় নিয়ে যান, যেটি পরবর্তীতে পুরো কার্যক্রমের কেন্দ্রে পরিণত হয়।”

আরো একজন অংশগ্রহণকারী বলেন, “অনেকে এই আন্দোলনে ছাত্রদের অবদানকে অস্বীকার করতে চায়। কিন্তু সত্য হলো, ছাত্ররাই ছিল এই বিপ্লবের চালিকা শক্তি।”

চব্বিশের জুলাইয়ের এই বিপ্লব ছিল কেবল একটি আন্দোলন নয়; বরং এটি ছিল কৌশল, সাহস, ও ছাত্র নেতৃত্বের সম্মিলিত প্রতিফলন।

সূত্রঃ https://youtu.be/qZ01S9DM1OY?si=cCrDMnAQ6-2TqrN-
 

নোভা

×