ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ২০:২২, ১২ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৬, ১৩ জুলাই ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সম্মেলন

ছবিঃ সংগৃহীত

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ২নং বেলগাছা ইউনিয়ন বিএনপি (পশ্চিম) শাখার আয়োজনে মন্নিয়া বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সামাদ আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল নবাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখা, সাধারণ সম্পাদক মাহমুদা নবাবসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

ইমরান

×