ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সোনারগাঁয়ে চারতলা এতিমখানার নতুন ভবন উদ্বোধন 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২০:২১, ১২ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে চারতলা এতিমখানার নতুন ভবন উদ্বোধন 

ছবি: জনকণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামিয়া ফারুকিয়া কওমিয়া এতিমখানার মাদ্রাসার ৪তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় মাদ্রাসার অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ভবনের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি ও  নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেড এর এমডি ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভুঁইয়া, সাদিপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী , সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, প্রমূখ।

প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, মানুষ দুটি কারণে ধ্বং হয়ে যায়। একটি হলো অতিরিক্ত খাবার অন্যটি লোভ।  বেশী খাবার খেলে শরীরে বিভিন্ন রোগ দেখা যায়, তেমনি লোভ করলে দেশ ও  সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো বলেন, বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুনাবলী তৈরি হয়। হাদিস এবং কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে।

শহীদ

×