
লাউয়াছড়া বনের বেদখল হওয়া বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ জুলাই) দুপুরে লাউয়াছড়া বনের বাঘমারা বন অফিসের পূর্ব দক্ষিণ দিকে প্রভাবশালীদের দখলে থাকা লাউয়াছড়া বনের প্রায় ৩ একর জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। লাউয়াছড়ার বেদখল হওয়া এসব জায়গায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে লেবু চাষ করে আসছিলো, দখলকৃত জায়গায় লেবু গাছ কেটে পুনরায় উদ্ধার করে নতুন চারা রোপণ করছে বন বিভাগ।
উদ্ধার অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, স্থানীয় বন টহল দল (সিপিজি)সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে বন্যাপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ।বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে লাউয়াছড়া বনের দখল হওয়া প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত জায়গায় বন বিভাগ নতুন করে ফলজ ও বনজ চারা রোপণ করবে।
রাজু