
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বৃহত্তম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট তাদের একটি জনপ্রিয় পানির বোতল বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোতলটির নাম “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottle”। ২০১৭ সাল থেকে এটি ওয়ালমার্টের বিভিন্ন দোকানে বিক্রি হয়ে আসছে। সম্প্রতি বোতলটি ব্যবহার করতে গিয়ে কয়েকজন ব্যবহারকারী গুরুতর আঘাত পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোতলটির মূল সমস্যা হলো যদি কেউ এতে দুধ, জুস বা কার্বনেটেড পানীয় সংরক্ষণ করেন এবং কিছু সময় পর ঢাকনা খোলার চেষ্টা করেন, তাহলে বোতলের ভেতরে জমে থাকা গ্যাসের চাপের কারণে ঢাকনাটি হঠাৎ করে অনেক জোরে ছিটকে বের হয়ে আসে। এই বিস্ফোরণের মতো আচরণে ব্যবহারকারীর মুখ বা চোখে আঘাত লাগছে। ইতোমধ্যে তিনজন ব্যক্তি এমন ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে **দুইজনের চোখে গুরুতরভাবে আঘাত লেগে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন**।
এই পরিস্থিতিতে আমেরিকার পণ্য নিরাপত্তা কমিশন (CPSC) ভোক্তাদের সতর্ক করে বলেছে, এই বোতলটি আর ব্যবহার করা যাবে না। যাদের কাছে বোতলটি রয়েছে, তারা চাইলে এটি ওয়ালমার্টে ফেরত দিয়ে পুরো অর্থ ফেরত পেতে পারেন। শুধু তাই নয়, কেউ চাইলে সরাসরি দোকানে গিয়ে পণ্যটি জমা দিয়ে রিফান্ড নিতে পারবেন।
বোতলটি চিনতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এটি ৬৪ আউন্স বা বড় সাইজের একটি বোতল, যার বডি স্টেইনলেস স্টিলের এবং রঙ রূপালি। ঢাকনাটি কালো রঙের একটানা স্ক্রু ক্যাপের মতো। বোতলের গায়ে Ozark Trail লেখা রয়েছে এবং প্যাকেটিংয়ে মডেল নম্বর 83-662 উল্লেখ থাকে, যদিও এই নম্বর বোতলের গায়ে নেই।
এ বিষয়ে ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, “আমাদের গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পায়। এজন্য আমরা এই পণ্যটি বাজার থেকে তুলে নিচ্ছি এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি যাতে সবাই বিষয়টি জানতে পারেন।”
মুমু ২