
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল জব্বার, যিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের।
জানা গেছে, শুক্রবার রাতে যমুনা গ্যাস স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আচমকা হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় ব্যবসায়ী শান্তিদ রানার প্রতিষ্ঠানটিই ছিল মূল লক্ষ্য। হামলাকারীরা দোকানে আগুন ধরিয়ে দেয় এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা চালানো হয়। এক পর্যায়ে দোকানের একটি অংশে বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ ওঠে।
হামলায় গুরুতর আহত হন আব্দুল জব্বার, যাকে পরবর্তীতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার লাশের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার সময় রানার পরিবার ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা জানান, শান্তিদ রানাকে ‘বড়লোকদের’ পক্ষ থেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল এবং এর পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে। হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, উপজেলা যুবদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আব্দুল জব্বার আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। দৌলতপুরে আমাদের কোনও ইউনিট সদস্য এই হামলায় জড়িত নয়। বরং আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচার দাবি করছি।”
অভিযোগ রয়েছে, হামলাটি পরিকল্পিত ছিল এবং ঘটনাকে অন্যদিকে ঘোরানোর জন্য নানা গুজব ছড়ানো হচ্ছে। কিছু অভিযুক্ত এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, “অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা রানার সম্পৃক্ততা নিয়েও খতিয়ে দেখছি।” প্রসঙ্গত, এলাকাটি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারের কেন্দ্র হয়ে উঠেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলের প্রকৃত চিত্র জানতে পুলিশের পক্ষ থেকে আরও তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
সূত্র:https://youtu.be/loh7wVzASKY?si=LB_MC0MD2we1mIoG
ছামিয়া