
ছবি: জনকণ্ঠ
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে খাগড়াছিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের চেঙ্গী স্কয়ার থেকে মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল ও বিএনপির অঙ্গসহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরসহ স্বৈরাচারদের উত্তরসূরীরা গুপ্ত সংগঠনের ছায়াতলে থেকে গোপন তৎপরতার মাধ্যমে দেশে মব সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। এসব অপশক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ ধ্বংস করছে এবং দেশে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলে বক্তারা দাবি করেন।
তারা বলেন, গণতন্ত্র, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যারা সহিংসতার মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের জনগণ কখনো মেনে নেবে না। বক্তারা এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফেরার জন্য সংশ্লিষ্টদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, বর্তমান সভাপতি আরিফুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে তারা সুশাসন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শহীদ